পূর্বাচলে ৩ যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকা থেকে গুলিবিদ্ধ অজ্ঞাতপরিচয় তিন যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে রূপগঞ্জ উপশহর পূর্বাঞ্চলের আলমপুরা ব্রিজের নিচ থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘সকাল ৮টার দিকে আলমপুরা ব্রিজের নিচে স্থানীয় বাসিন্দারা গুলিবিদ্ধ লাশ তিনটি পড়ে থাকতে দেখেন। সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করেন।’ ওসি বলেন, ‘প্রাথমিক সুরতহাল পরীক্ষা করা হয়েছে। দুইজনের শরীরের পেছনে গুলির চিহ্ন রয়েছে। আর একজনের বুকে গুলি লেগেছে। তাদের পরনে জিন্স-প্যান্ট ও টি-শার্ট রয়েছে।’ মনিরুজ্জামান আরও বলেন, ‘রাতের যে কোনো সময় তিনজনকে মারার পর পূর্বাচল উপশহরের তিনশ ফিট সড়কের ১১ নম্বর ব্রিজের কাছে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’